কুষ্টিয়া অফিস: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশে যারা সম্পদ সৃষ্টি করে, যারা সভ্যতা নির্মাণের কারিগর, যাদের পরিশ্রমে কলকারখানা চলে, হাসপাতাল চলে; সেই শ্রমিক শ্রেণির অধিকার যেন এই রাষ্ট্রে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হয় সেটাই আমাদের ধর্ম। বাংলাদেশের কোটি মানুষের মুখে হাসি ফোটানোর লড়াইটা শ্রমিক শ্রেণির।
শুক্রবার কুষ্টিয়া শহরের সাবেক বাণী সিনেমা হল অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সামসুর রহমান শিমুল বিশ্বাস।
শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশের সাত কোটি শ্রমিক শ্রেণির মধ্যে সবচেয়ে সুসংগঠিত লড়াকু শ্রমিক পরিবহন শ্রমিকরা। সেই শ্রমিকদের ঘুমপাড়ানি মাসির গল্প বলে ঘুমিয়ে রাখা হয়েছিল।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুর রহিম বক্স দুদু বলেন, বিগত সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে পরিবহন শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করেছেন। এই সংগঠন মালিক ও শ্রমিকদের। তারাই এই সংগঠন নিয়ন্ত্রণ করবেন। এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, প্রধান বক্তা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান, অতিথি রবিউল হোসেন রবি, কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি হাজী আব্দুর রশিদ ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আকবর।