কুষ্টিয়ায় গুণীজন সংবর্ধনা, কর্মসংস্থান সহায়তা ও কবিতা পাঠ

কুষ্টিয়া অফিস।। আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ “বিশ্বভরা প্রাণ” কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে গুণীজন সংবর্ধনা, কর্মসংস্থান সহায়তা ও কবিতা পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ জুলাই শুক্রবার বিকেলে জেলা শহরের ধোঁয়া রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের করা হয়।

অনুষ্ঠানের প্রথমাংশে “বিশ্বভরা প্রাণ” কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাসের সঞ্চালনায় কবিতা পাঠ করেন সংগঠনের উপদেষ্টা সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি শিশিত কুমার বিশ্বাস, এ্যাড. সোহেলী পারভিন ঝুমুর, মুরাদ হোসেন, তিলোত্তমা বিশ্বাস, দরবেশ হাফিজ ও শ্রেয়সী রায়। এসময় সংগীত পরিবেশন করেন শিল্পী বিপ্লব মৈত্র ও শ্যামলী কুরী।

পরবর্তীতে জ্ঞান সঙ্গী শিল্প সাহিত্য পুরস্কার-২০২৫ এ ভুষিত হওয়ায় সংগঠনের সহ-সভাপতি আবৃত্তি শিল্পী শিশিত কুমার বিশ্বাস ও বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা বিধান চন্দ্র রায়কে সংগঠনের পক্ষ সংবর্ধনা দেওয়া হয়। বিধান চন্দ্র রায় শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার বড় ভাই এ্যাড. সুভাষ চন্দ্র রায়। সবশেষ কর্মসংস্থান সহায়তা হিসেবে সংগঠনের পক্ষ থেকে সান্তনা আক্তারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *