ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের সাত দিন পর আকরাম হোসেন (৩৬) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার মামারিশপুর নিজ বাড়ির পাশের একটি সবজি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত আকরাম হোসেন ওই গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই রাত ১০টার দিকে আকরাম হোসেন তার স্ত্রীকে প্রেসার মাপার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ির পাশে ওমর মুন্সীর দোকানে তার প্রেসার মাপার কথা ছিল। পরে তিনি রাতে আর বাড়ি ফেরেননি। ঘটনায় অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।এদিকে শুক্রবার দুপুরে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আকরামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ নিহতের বাড়ির পাশের সবজি ক্ষেত থেকে আকরামের লাশ উদ্ধার করে।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’