তিস্তা নদী পরিদর্শনে চীনা প্রতিনিধিদল, দ্রুতই বাস্তবায়ন মহাপরিকল্পনা

ইউএনবি : তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দল তিস্তা নদী পরিদর্শন করেছেন। কী উপায়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে তার সম্ভবতা যাচাই করেছেন তারা। পরে প্রতিনিধি দল রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।

মঙ্গলবার (২২ জুলাই) চীনের প্রতিনিধি দলটি তিস্ত নদী পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন, জং জিং। রাজনৈতিক নেতাদের পক্ষে নেতৃত্ব দেন জাগো বাহে তিস্তা বাছাই আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।

আজ সকালে রংপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি সরেজমিনে জেলার গঙাচড়া উপজেলার তিস্তা নদীর পাড় এবং লক্ষিটারী ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেন। সেখানে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি ঘুরে দেখেন এবং মানুষের মুখে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

চীনা প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রীও বিতরণ করেন, যা সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগায়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, ‘তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নই একমাত্র টেকসই সমাধান, যা এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আমরা চাই এই বছরই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হোক। এই অঞ্চলের দুই কোটি মানুষের দাবি এই নদী খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন হউক।

তিস্তাপাড়ের মানুষও প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করেন এবং চীন সরকারের এমন সরাসরি সম্পৃক্ততাকে স্বাগত জানান।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন, জং জিং বলেন, আমরা এর আগেও এসেছি, এবারও তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা দেখে গেলাম। আমরা আশা করছি, দ্রুতই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। তিস্তা নিয়ে চায়না সরকার অত্যন্ত আন্তরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *