আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ হরিপুৃর-চিলমারী তিস্তা সেতুর স্বপ্নদ্রষ্টা “বীর মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টার সেতু” নামকরণ করার দাবি জানিয়ে বন্ধন করেছে গাইবান্ধাবাসী।
রোববার (২০ জুলাই) দুপুরে জেলা শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস)—এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু নামকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে গাইবান্ধাবাসী জেলা শহরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু নামকরণ বাস্তবায়ন কমিটি আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, “গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুটি বাস্তবায়ন করা ছিল অসাধ্য একটি কাজ। এই কাজটি সফল করতে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ শরিতুল্যাহ মাস্টারের অবদান অতুলনীয়। ১৯৯৫ সাল থেকে তিনি সহ এলাকাবাসি এই সেতুর জন্য দাবি তোলেন। দীর্ঘ ৩০ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বপ্নের সেতুটি বাস্তবায়ন হয়েছে।”
বক্তারা আরও বলেন,“তিস্তা নদীর ওপর সেতু না থাকায় এই অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। শরিতুল্যাহ মাস্টার সেই দুর্ভোগ উপলব্ধি করে তিস্তা সেতু বাস্তবায়ন কমিটি গঠন করেন এবং সরকারের কাছে সেতুর যৌক্তিকতা তুলে ধরেন। তার অক্লান্ত পরিশ্রম,নেতৃত্ব এবং গণ দাবির মাধ্যমে সেতুটি আলোর মুখ দেখেছে।
এটি শুধু তিস্তার দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ করেনি,বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।”
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়,“কর্মযজ্ঞ বীর মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টারের অবদানকে স্মরণীয় করে রাখতে নবনির্মিত সেতুটি যেন তার নামেই নামকরণ করা হয়।”