ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চে এ ঘটনা ঘটে।
জামায়াতের জাতীয় সমাবেশের শেষ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য দেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। কিন্তু কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর হঠাৎ করে তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাকে ধরে ওঠান। এরপর তিনি আবারও দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। তবে বক্তব্য দেওয়া অবস্থায় আবারও তিনি অসুস্থ হয়ে পড়ে যান।
পরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের দায়িত্বশীল একজন নেতা বাসসকে জানান, তিনি এখন সুস্থ রয়েছেন। তার ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে।
দ্বিতীয় বার অসুস্থ হয়ে পাড়ার পর আবার উঠে দাঁড়িয়ে জামায়াতের আমির বলেন, ‘আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ। লড়াই বন্ধ হবে না, বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না, সেবক হবে। ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি।
এদিকে জামায়াতের আমির অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি সামলে নেন।