তারমিন আক্তার, বাজিতপুর নিকলী প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের মাদকের ছায়া নয় আলোর পথেই চলি, সচেতন সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি। ছাতিরচর ইউনিয়নের সকল সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে এলাকার সর্বস্তের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের র্যালি থেকে স্লোগান দেওয়া হয় মাদকের আস্তানা ছাতিরচরে থাকবে না একশান একশান মাদকের বিরুদ্ধে ডাইরেক একশান। মাদকের ভয়াবহথাবা থেকে, যুব সমাজকে রক্ষা করার জন্য,প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
তারা বলেন, মাদকের এই ভয়ংকর নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজসহ উঠতি বয়সী মানুষ। সন্ধ্যা হলেই এলাকার বিভিন্ন স্পটে মাদকের আসর বসে। মাদকের এই ভয়ংকর থাবা থেকে রক্ষা করার জন্য প্রশাসন জরুরী পদক্ষেপ গ্রহন করবেন বলে এলাকাবাসী তা মনে করেন।
তারা আরো বলেন মাদকের এই ভয়াবহ নেশা থেকে আমাদের নিজেদের ছেলেদের রক্ষা করার জন্য সকলকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা সকলেই নিজেদের ছেলেদের প্রতি সর্তক দৃষ্টি রাখতে হবে। মাদক সেবী যেই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সকলে মিলে মাদকমুক্ত ছাতিরচর গড়বো এটাই হবে আমাদের প্রত্যাশা।