ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিসহ ৭ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এছাড়া, নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহনগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আছেন।
ঢাকার বাইরে থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী রাতে সমাবেশস্থলের আশপাশে অবস্থান নেন। এরপর শনিবার সকাল ১০টার মধ্যেই সমাবেশস্থলের আশপাশের এলাকা রূপ নেয় জনসমুদ্রে। বেলা ১০টা থেকে সমাবেশে সঙ্গীত পরিবেশন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী।
নেতাকর্মীরা সকাল থেকেই সোহরাওয়ার্দী অভিমুখে মিছিল নিয়ে এসেছেন। তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দেন। এসময় অনেকেই দলীয় পতাকা হাতে, মাথায় বেঁধে নিয়ে আসেন। অনেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে যোগ দেন সমাবেশে।
আজকের সমাবেশে জামায়াতে ইসলামীর সাত দফা দাবিগুলো হলো— সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারে পূনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।