গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিন খাইলকুর এলাকায় বৈধ ডিস (ক্যাবল) ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা মোঃ কামরুজ্জামানকে হত্যার হুমকি ও ব্যবসা থেকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ কামরুজ্জামান, যিনি গাছা থানা ৩৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি গত ২৭ আগস্ট ২০২৪ তারিখে মোঃ জসিম উদ্দিন সরকারের কাছ থেকে একটি বৈধ চুক্তিনামার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ডিস ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি নিয়মিত মাসিক ভাড়ার বিনিময়ে ব্যবসাটি পরিচালনা করছিলেন।
কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মোঃ আলী হোসেন, যিনি বগারটেক, দক্ষিন খাইলকুর এলাকার বাসিন্দা এবং এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত, গত পাঁচ মাস পূর্বে তার সহযোগীদের নিয়ে ওই ডিস ব্যবসাটি জোরপূর্বক দখল করে নেন। এ সময় আলী হোসেন ব্যবসা না ছাড়লে মোঃ কামরুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
সর্বশেষ গত ১৪ মে ২০২৫ তারিখ বিকাল ৫টার দিকে একই এলাকায় আবারও বিবাদীর মুখোমুখি হলে তিনি গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন কামরুজ্জামান।
এ বিষয়ে মোঃ কামরুজ্জামান বলেন, “আমি বৈধভাবে ব্যবসার দায়িত্ব গ্রহণ করলেও উগ্র ও প্রভাবশালী এই ব্যক্তি বিগত দিনে যুবলীগের নেতা পরিচয় দিলেও এখন তিনি থানার বহিষ্কৃত বি এন পি নেতার আত্মীয় প্রভাবে জোরপূর্বক তা দখল করে রেখেছেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি।”
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, আলী হোসেন এর আগেও এলাকায় দাপটের সাথে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ফলে সাধারণ মানুষও তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল।