আওয়ামীলীগকে কেউ যদি বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -রুহুল কবির রিজভী

রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকা সাভারে  বিএনপি বড় একটি রাজনৈতিক দল এই দলে কিছু বেড়া ভেঙ্গে দুষ্কৃতিকারী ঢুকতে পারে তবে আমরা সজাগ রয়েছি কেউ যদি আওয়ামী লীগকে বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭জুলাই)  বিকেলে সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসায় বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন দেশে খুন গুম বেড়েছে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে বিএনপিতে প্রায় নতুন এক কোটি লোককে সদস্য সংগ্রহ নবায়ন করা হবে যারা মব জাস্টিসে জড়িত না কোন অন্যায়ে জড়িত না তাদেরকেই নেওয়া হবে।

মিটফোর্ডের ঘটনায় বিএনপি একশন নিয়েছে এ ঘটনায় হত্যাকারীদের বিচার করবে আদালত। এসময় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *