কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা

আরিয়ান ওয়ার্সি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সোহাগ কনভেনশন হল নিউ মার্কেট (৫ম তলা) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান।

অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো : জলিল উদ্দিন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো : হাবিবুর রহমান, সিম্পল ইন্জিনিয়ারিং লিঃ ম্যানেজিং ডিরেক্টর ইন্জিঃ আবু হানিফ।

আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতোয়ার রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন – তানহা হেলথ কেয়ার হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কামরুল হাসান, পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সামসুল আলম ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, শেওড়াতলী ভুবনেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বকসী, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক মোয়াজ্জেম হোসেন  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *