মদনে (৫০০শত) পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

আলম খান, মদন প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে (৫০০শত)পিস ইয়াবাসহ আসমা আক্তার (৪০) নামের এক নারীকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানার পুলিশ। বুধবার (১৬জুলাই)সকালে মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এবং নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এসবি)মোঃ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মদন থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চানগাঁও গ্রামের ঠাকুরবাড়ি এলাকা থেকে আসমা আক্তারকে আটক করা হয়।তার কাছ থেকে ৫০০শত পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক আসমা আক্তার মদন উপজেলার  কদমশ্রী গ্রামের মৃত ফজর আলীর মেয়ে।

মদন থানার অফিসার ইনচার্জ,নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, আজ সকালে বিশেষ অভিযান পরিচালনা করে চানগাঁও গ্রামের ঠাকুরবাড়ি থেকে ৫০০শত পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *