টঙ্গী প্রেস ক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা

রাজু আহম্মেদ তাইজুল, টঙ্গী গাজীপুর : গতকাল ১১ জুলাই শুক্রবার এক আনন্দঘন পরিবেশে টঙ্গী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত ফল উৎসব। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই ব্যতিক্রমী আয়োজনে দেশীয় ফলের সম্ভার নিয়ে এক মিলনমেলায় পরিণত হয় সাংবাদিক অঙ্গন। উৎসবে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন, জাম্বুরা, কলা, ড্রাগন ফল, আমড়া সহ বিভিন্ন ধরনের মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয় উপস্থিত সকলকে।

এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকরা নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বিনিময়ের এক দারুণ সুযোগ পান। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই ফল উৎসব। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল।

এবারের ফল উৎসবে টঙ্গী, গাজীপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকার উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে টঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের টঙ্গী প্রতিনিধি আজিজুল হক, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অন্যতম।

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ, নয়ন মুনির, আশরাফুল ইসলাম সুজন, সহ-সভাপতি মানিক হোসেন বিজয়, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম স্বাধীন, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার, প্রচার সম্পাদক হাজ্বী নাজির খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান।

এছাড়াও সাংবাদিক জাহিদ, এস.এম সেলিম হোসেন, জনি, শামিমা খানম, সুলতানা সরকার, নাহিদা সুলতানা হৃদয় সহ আরও অনেক সাংবাদিক এই উৎসবে যোগ দেন। দৈনিক প্রথম বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন যে, এই ধরনের ফল উৎসব প্রতিটি ক্লাব বা সংগঠনে নিয়মিত হওয়া উচিত। এটি পেশাগত সম্পর্কের বাইরেও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভাতৃত্ববোধ বাড়াতে অপরিহার্য ভূমিকা রাখে।

এই ব্যতিক্রমী ফল উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে দৈনিক সংবাদ সমাচার, দৈনিক বাংলার বিপ্লব, দৈনিক আজকের আলোকিত সকাল, দৈনিক প্রথম বুলেটিন, দৈনিক স্বাধীন কন্ঠ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, দৈনিক জগৎ কন্ঠ, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, ওয়াল্ড বাংলা টিভি ডট কম, নিউজ ব্যুরো অব বাংলাদেশ (এনবিবি), গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, টি এ ফ্যশন, মডার্ন ফার্মেসী, দৈনিক ভোরের বাণী, গাজীপুর নিউজ টুয়েন্টি ফোর ডট কম, এশিয়া বার্তা, টপ টেন নিউজ গ্রুপ, দৈনিক চলমান বিশ্ব, ক্রাইম পেট্রল বিডি, দৈনিক রোজ খবর, দৈনিক হক কথা, মাতৃ বাংলা টিভি, জনতার ক্রাইম এবং তালাশ বিডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *