রংপুরে অনুষ্ঠিত হলো চাকরী মেলা ২০২৫

জাকির হোসেন সুজন রংপুর ঃ শনিবার (১২ জুলাই) ২০২৫ খ্রিস্টাব্দে রংপুরে ড্রিল শেড পুলিশ লাইন পার্কে আজ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “ড্রিল শেড চাকরী মেলা ২০২৫”। কর্মসংস্থানের সুযোগ ও জনসচেতনতায় বিশেষ এই আয়োজনটি সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি, মহাপরিচালক ও অতিরিক্ত সচিব, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা। তিনি বলেন, “এই ধরনের চাকরী মেলা শুধু চাকরি নয়, বরং দক্ষতা উন্নয়নের এক অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে। সরকার ও বেসরকারি সংস্থার সমন্বয়ে আমরা যুবসমাজের উন্নয়নে একসাথে কাজ করছি।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর। তিনি বলেন, “বেকারত্ব দূরীকরণ ও দক্ষতা উন্নয়নে চাকরি মেলার গুরুত্ব অপরিসীম। রংপুরের যুবক-যুবতীদের জন্য এটি একটি উন্মুক্ত সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান, পরিচালক প্রোগ্রামার্স অ্যান্ড ইনোভেশন, ইউসেপ বাংলাদেশ। তিনি বলেন, “ইউসেপ দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষায় দক্ষতা উন্নয়নের কাজ করে যাচ্ছে। এই মেলার মাধ্যমে তরুণরা কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার বাস্তব সুযোগ পাচ্ছে।” জনাব মোস্তফা সারোয়ার চৌধুরী টিটু, ব্যবস্থাপনা পরিচালক মোতাহার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস, রংপুর ও জনাব মোঃ নাজমুল আহসান সরকার, ব্যবস্থাপনা পরিচালক, রংপুর গ্রুপ রংপুর, উপস্থিত ছিলেন।

আগত চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তারা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ পান এবং অনেকেই তাৎক্ষণিকভাবে নিয়োগের প্রস্তাবও পান। এছাড়াও মেলায় ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি লেখা ও সাক্ষাৎকারে প্রস্তুতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাকরি মেলার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারী প্রার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিবৃন্দ। চাকরী মেলা ২০২৫ নিঃসন্দেহে রংপুরের যুবসমাজকে কর্মমুখী করে গড়ে তুলতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *