স্টাফ রিপোর্টার : ক্রীড়াকে সু-সম্পর্ক গড়ার এক মাধ্যম হিসেবে বিবেচনা করে তাড়াইল থানার ওসি মো: সাব্বির রহমানের প্রস্তাবনায় বাস্তব হয়েছে সাংবাদিক বনাম পুলিশের ফুটবল খেলা। কিশোরগঞ্জে সাংবাদিক ও পুলিশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
‘‘খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা মানুষের মন ও শরীর কে সুস্থ ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ রাখে, মাদকমুক্ত সমাজ গড়তে ভুমিকা রাখে’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তাড়াইল থানা ও তাড়াইল উপজেলার সাংবাদিকবৃন্দ আয়োজনে ১১ই জুলাই শুক্রবার বিকাল ০৫.৩০ ঘটিকায় তাড়াইল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলার নিবার্হী অফিসার পপি খাতুন, করিমগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার হোসেন লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন, তাড়াইল প্রেস ক্লাব, তাড়াইল উপজেলা প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ ৪/৫ হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
তাড়াইল সাংবাদিক একাদশ বনাম তাড়াইল থানা পুলিশ একাদশ মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। এই সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও উপজেলার সাংবাদিকবৃন্দকে এলাকাবাসী ধন্যবাদ জানায়। ইতিপূর্বে এই ধরনের প্রীতি ফুটবল ম্যাচ কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় নাই।