নিজস্ব প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গত ১০ জুন ২০২৫ তারিখ ২০৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার ইবি থানাধীন মধুপুর ইটভাটা পশু বাজারের পাশে জনৈক ইউসুফ সরকার(৫৮) এর ভুসি মালের দোকানের ভিতরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আশরাফুল আলম টুটুল (৫৭), পিতা-মৃত তোরাফ উদ্দিন খান, সাং-মধুপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশরাফুল আলম টুটুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার ইবি থানায় একটি হত্যা মামলা রজু হয়, যার মামলা নং-৯, তারিখ ১২ জুন ২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল এবং র্যাব সদর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ১১ জুলাই ২০২৫ তারিখ ০৬৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পিটিআই রোড এসপি বাংলোর সামনে হতে উক্ত মামলার তদন্ত প্রাপ্ত আসামী মিলন (৩৭), পিতা-ফয়েজ, গ্রাম-হরিয়ারঘাট, থানা-হরিনাকুন্ডু, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ইবি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।