সাভারে পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল

রোমান হোসেন, সাভার : সাভারের আশুলিয়া স্কুল এন্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার  এ্যাডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে পরীক্ষা দিতে না পারার প্রতিবাদে ওই সকল শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধসহ মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১০জুলাই) সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসুচী পালন করেন। এতে শিক্ষার্থীদের অভিবাবকরাও আন্দোলনে অংশ গ্রহণ করেন। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সহ অন্যান্য  শিক্ষকদের অবরোধ করে রেখেছেন। সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়,আমাদের ক্লাসে যেসকল বিষয়ে পড়ানো হয়েছে সে সকল বিষয়ে কোন অনুমোদন নেই এই কলেজের। যার কারণে এডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে। যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কিভাবে  লিখব। আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল। এরজন্য যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এসময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবী তুলে ধরেন। দাবীগুলো হল-এডমিট কার্ড সংশোধন সহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। প্রবেশপত্রে ভুলের জন্য যেসকল শিক্ষক/কর্মচারী দায়ী তাদেরকে চাকুরীচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এঘটনায় সেখানে আন্দোলতরত শিক্ষার্থী স্কুল এন্ড কলেজের গেটে অবস্থান নেওয়ায় অধ্যক্ষসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা কলেজের অধ্যক্ষ হাবীবুর রহমানের পদত্যাগ দাবি করেছেন।

এদিকে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মেহেদী হাসান আজাদ শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করে না করতে পারলে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে গতকালও শিক্ষার্থীরা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক ও সিএমবি আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *