ইউসুফ হুসাইন লালপুর নাটোর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছি। তবে শুধু সরকারের পতন ঘটালেই চলবে না—এই দেশকে নতুন করে গড়তে হলে মৌলিক সংস্কার প্রয়োজন। এজন্যই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ জরুরি। গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং এই আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিতে হবে।”
সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই পদযাত্রার সপ্তম দিনে রাজশাহী থেকে সড়কপথে নাটোরে পৌঁছে এই পথসভায় অংশ নেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। তিনি বলেন, “আমরা কোনো ষড়যন্ত্র বা টালবাহানা মেনে নেব না। মৌলিক সংস্কার ও জুলাই সনদের বাইরে কোনো বিকল্প চিন্তা গ্রহণযোগ্য নয়।