কুষ্টিয়া অফিস: কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যায় জড়িতদের গ্রেফতার করতে পারিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় বাংলাদেশ মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের থানা মোড়ে সোমবার বিকেলে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা।
সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,” সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটিত ও দোষীদের দ্রæত গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে আরও ভয়ংকর কর্মসূচি দেওয়া হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, বেসরকারী টেলিভিশন বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার প্রকৃত কারণ ও ষড়যন্ত্রকারীদের দ্রæত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। মামলার তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে দ্রæত চার্জশিট প্রদান করতে হবে। এই মামলাটি দ্রæত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, সাংগঠনিক সম্পাদক রাব্বি আল-আমিন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল ২৪ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফ বিশ্বাস, দৈনিক জনবাণী’র কুষ্টিয়া প্রতিনিধি মাহফুজ হৃদয়, সিনিয়র সাংবাদিক খন্দকার সোহেল টানু, দৈনিক খবরওয়ালা পত্রিকার নির্বাহী সম্পাদক আমিন হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক প্রমুখ।
প্রসঙ্গত, ২০২২ সালের ৩ জুলাই সাংবাদিক হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইলে একটি কল আসে। এ সময় তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডাইরী জিডি করেন তার পরিবার।
বৃহস্পতিবার ৭ জুলাই দুপুরে দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের তেবাড়িয়া এলাকার গড়াই নদীর উপর (নির্মাণাধীন) গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করেন। সাংবাদিক হাবিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।