সাঘাটায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জনদুর্ভোগ লাঘবে বোনারপাড়া-কচুয়াহাট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় ভুক্তভোগী এলাকাবাসী বোনারপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করে। এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর সাঘাটা উপজেলা যুব বিভাগের সভাপতি ও জামায়াত ইসলামীর উপজেলা সংগঠনিক সেক্রেটারী প্রভাষক এনামুল হক,বীর মুক্তিযোদ্ধা আজহার আলী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাদল,বিনোদন কেন্দ্র সরাইখানার পরিচালক আব্দুল্লাহ বিন মাজেদ,সমাজসেবক সজিব মিয়া,ইউপি সদস্য ইব্রাহীম আলী, সাবেক ইউপি সদস্য জোবেদ আলী পাপলু,সমাজসেবক ইছাহাক আলী,ফেরদৌস কবির,সাবু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন,“বোনারপাড়া চৌরাস্তা হতে কচুয়াহাট পর্যন্ত বিস্তৃত সড়কটি অত্যন্ত জনগুত্বপূর্ণ। সংস্কার অভাবে সড়কটির বর্তমান অবস্থায় এতটাই খারাপ যে, যান চলাচল কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সড়কের প্রায় প্রতিটি অংশে খোয়া উঠে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এবং সেখানে বৃষ্টির পানি জমে থাকলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হয়।”

বক্তরা আরও বলেন, “সড়কটির এই বেহাল দশার কারণে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতের বিঘ্নতা সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও অসুস্থ রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হয়।”

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির সংস্কার করার দাবি জানান স্থানীয়রা। মানববন্ধনে উপজেলা সদরসহ ৩টি ইউনিয়নের প্রায় ২ হাজারের অধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *