আবুল কালাম, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বুত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত ইলেকট্রিশিয়ান পারভেজ হাসান(৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার আমলাবো এলাকায় নিজ কক্ষে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হোন তিনি।
নিহত পারভেজ হাসান পাবনা সদর থানাধীর সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি আমলাবো এলাকায় হাজী গিয়াসউদ্দির মোল্লার ৫ তলা ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে আমলাবো এলাকায় হাজী গিয়াসউদ্দিনের ৫ তলা ভাড়াটিয়া বাড়ীর ছাদের উপর একটি কক্ষে গুরুতর জখম অবস্থা ইলেকট্রিশিয়ান পারভেজকে পড়ে থাকতে দেখে সিয়াম নামে এক কিশোর বাড়ীর সবাইকে জানায়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতারে স্থানান্তর করেন। শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যায় পারভেজ।
ওসি আরো জানান, পারভেজ হাসান ও মেহেদী নামে দুইজন সেই কক্ষে একসাথে বসবাস করতো। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মেহেদী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাছাড়া বাড়ীর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।