মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধান : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলাকান্তপুর গ্রামের ৭০ বছর বয়সী হুমায়ুন কবিরকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে এক সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ‘স্বাধীন’ নামে পরিচিত, যিনি নিজেকে সাংবাদিক পরিচয়ে পরিচিত করান।
ভুক্তভোগী হুমায়ুন কবিরের পরিবারের অভিযোগ, স্বাধীন নামধারী ওই ব্যক্তি বৃদ্ধ হুমায়ুন কবিরকে জোর করে তার নিজ বাসায় নিয়ে গিয়ে আটকে রাখে এবং পরে জানায় যে, মুক্তির জন্য যুবদলের ছেলেদের টাকা দিতে হবে। এসময় এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক ও বিএনপির নেতারা রাজশাহীর বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করেন। বিএনপি নেতারা পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দেন। এরই মধ্যে কৌশলে হুমায়ুন কবিরকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত স্বাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে হুমায়ুন কবির জানান, তিনি যেহেতু নিরাপদে বাসায় ফিরে এসেছেন, তাই আর কোনো আইনগত পদক্ষেপ নিতে আগ্রহী নন। তবে সাধারণ মানুষ মনে করছেন, অপরাধীদের এভাবে পার পেয়ে যেতে দিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা বাদীর সাথে কথা বলেছি। তারা মামলা করবে না বলেছে। কেউ মামলা না করলে আমাদের কিছু করার থাকে না। তবে অভিযুক্ত স্বাধীন এর নামে আগেও কিছু অভিযোগ রয়েছে আমার কাছে।”
স্থানীয় সাংবাদিক সমাজ ও যুবদলের নেতারা সাংবাদিক পরিচয়ধারী স্বাধীন এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।