বাঘায় ইয়াবা সহ আটক দুই

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী : রাজশাহীর বাঘায় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ( ১ জুলাই) বাঘা পৌর এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালে তাদের হাতে-নাতে আটক করে বাঘা থানা পুলিশ।

আটককৃতরা হলো, বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে মোঃ রাসেল (২০) ও আড়পাড়া গ্রামের মো: তসিকুল এর ছেলে মো: মিজানুর রহমান (১৯)।

বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ০১ জুলাই) বাঘা থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয় কালে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে-নাতে মোঃ রাসেল (২০), পিতা- মৃত-মজিবর রহমান, সাং- আশরাফপুর ও মোঃ মিজানুর রহমান (১৯), পিতা -মোঃ তসিকুল, সাং- আড়পাড়া, উভয় থানা- বাঘা, জেলা- রাজশাহী দ্বয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *