মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মিনি ট্রাক থেকে ট্রাকের হেলপারকে কেটে কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়ার মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ নম্বরের একটি মিনি ট্রাক বোঝাই মাল নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে বায়ার মোড় অতিক্রম করার পর ট্রাকটির ব্রেক ফেল করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার গাড়ির ভেতর আটকে পড়ে।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক কাটার দিয়ে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে হেলপারকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় ট্রাকচালক হালকা আঘাত পেলেও ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পবা থানার ওসি বলেন, “দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।