সাঘাটায় বন্যাপূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় প্লাবনের আশঙ্কায় রয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল ও চর এলাকার মানুষ। বিশেষ করে উপজেলার সাঘাটা ইউনিয়নের কয়েকটি এলাকা ইতিমধ্যে নদীর পানি প্রবেশে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দক্ষিণ সাথালিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও জরুরি সহায়তায় স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে বলে উপজেলা প্রশাসন কতৃক জানানো হয়।

বন্যা পূর্বাভাস ও প্রস্তুতির অংশ হিসেবে সাঘাটার সাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি সাদেক আলী, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর সহ সমন্বয়কারী জয়া প্রসাদ এবং জেলা কোঅর্ডিনেটর তানিয়া তাসমিন সহ এলাকাবাসী।

“দুর্যোগ প্রতিক্রিয়াশীল সামাজিক সুরক্ষা ও পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প”-এর আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। সহযোগিতায় রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং আয়োজন করেছে সাঘাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *