রাজশাহী মেট্রোপলিটন আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম।

সভায় মে ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার মাধ্যমে মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারে গৃহীত কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মহানগর এলাকায় নিরাপত্তা জোরদারে বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়।

সভায় প্রতিটি বিভাগের গুরুত্বপূর্ণ মামলা, নিষ্পত্তির গতি ও করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা আরও সুসংহত রাখতে বাস্তবমুখী ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এ ছাড়া আরএমপি ও রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *