নীলফামারীতে পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ২৫ জুন, ২০২৫ বুধবার  সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও ১৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন।

জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন, নীলফামারী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নীলফামারী জেলা কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার (অ. দা.) রতন চন্দ্র রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর,যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, নীলফামারী জেলা পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন সহ আরো অনেকে।

এ-সময় নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পাটের ব্যাগ ব্যবহার শিখানোর জন্য আমরা ফ্রীতে দেওয়ার চেষ্টা করবো। পলিথিন ব্যাগ ব্যবহার কমানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।  সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে পরিবেশ সংরক্ষণ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *