নতুন বাংলাদেশ গড়তে সবার ঐক্যবদ্ধ হতে হবে”— সাঘাটায় সারজিস আলম

 আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ “নতুন বাংলাদেশ গড়তে হলে সকল মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে”—এ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য-সংগঠক ও উত্তরবঙ্গের কৃতিসন্তান সারজিস আলম। শুক্রবার (৩০মে) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় উপজেলা পরিষদ চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এই বক্তব্য দেন। সারজিস আলম বলেন, “গত ১৬ বছর ধরে দেশের প্রশাসন ও রাজনীতিতে অনিয়ম ও অন্যায়ের যে ধারা চলছে তা আর সহ্য করা যায় না। এসব অনিয়ম অব্যাহত থাকলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা।তাই সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার।” 

তিনি সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পথসভায় বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্যসংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা ও নাজমুল হাসান সোহাগ। স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা জেলা শাখার সংগঠক মোঃ মাহমুদ মোস্তাকিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সংগঠক মুরাদ হাসান। এ সময় জুলাই আন্দোলনে নিহত শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও সভায় উপস্থিত ছিলেন। এর আগে সকালেই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় এনসিপির আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। সাঘাটার সভা শেষে নেতারা ফুলছড়ি উপজেলার কালিরবাজারে পরবর্তী পথসভার উদ্দেশ্যে রওনা হন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *