চ্যানেল7বিডি ডেক্স: জেলায় আজ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১২টার দিকে জেলা বিএনপি’র উদ্যোগে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া।
জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, এডভোকেট জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।
এ কর্মসূচীতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।