এম এস আই জুয়েল পাঠান :- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি হেডকোয়ার্টার কার্যালয়ে। গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ।
সভায় কমিশনার বলেন গাজীপুর মহানগরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত নগরীতে পরিণত করতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমনে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে ।
রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত । আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে মাদক, অপরাধ এবং সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। গাজীপুর মহানগরকে একটি সুরক্ষিত, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ কমিশনার ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান ,ডিসিডিবি জনাব মাহিউল ইসলাম, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং
গাজীপুর মহানগর এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সভাপতি জনাব শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক জনাব মোঃ মঞ্জুল করিম রনি।বিএনপির টঙ্গী পূর্ব থানার সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি(NCP),বৈষম্য বিরোধী আন্দোলন,বাংলাদেশ হেফাজতে ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট ,জমিয়তে উলামায়ে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।।