মোঃ তাজুল ইসলাম বাদল। মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি। মনোহরদী, নরসিংদী | ২৫ মে ২০২৫ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনোহরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন যুগ্ম আহবায়ক মাহমুদুল হক শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী মনোহরদী প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান নূর সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন খান সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন সেবার সুবিধা তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য।”
মেলায় রয়েছে: ই-নামজারির আবেদন ও তাৎক্ষণিক নিষ্পত্তির সুযোগ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা নির্ধারিত স্টলে রেজিস্ট্রেশন সংক্রান্ত সহায়তা শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা এই ভূমি মেলা ২৭ মে পর্যন্ত চলবে এবং সকল নাগরিকদের মেলা পরিদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে।