গাজীপুরে তিতাসের অভিযানে পৃথক দুই মামলায় ৪৫-হাজার অর্থদণ্ড আদায়

সাইফুল আলম:  মে ২৫, ২০২৫ গাজীপুরে তীতাস গ্যাসের উচ্ছেদ অভিযানে দু’জনকে ৪৫হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) আরোপ করে তা আদায় করা হয়েছে। রবিবার (২৫মে) সকাল ১১টা থেকে মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন সাইনবোর্ড ভূষির মিল এলাকায় দিনব্যাপী চলা এ অভিযানে অবৈধ বেশকিছু গ্যাস সংযোগ সু-নিশ্চিত হয়ে অভিযানে নামে তিতাসগ্যাস কর্তৃপক্ষ।

জ্বালি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এ অভিযানে প্রায় একশ’র কাছাকাছি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেটের উপস্থিতীতে সংযোগ বিচ্ছিন্নসহ একই সময় দু’টি ভিন্ন আবাসিক বাড়ির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায়ের বিষয়টি নিশ্চিত করেন তিতাস গ্যাস গাজীপুরের ম্যানেজার মোস্তফা মাহবুব।

স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, বৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী সেবা-গ্রহীতারা অবৈধ গ্যাস সংযোগের ফলে গ্যাস সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মতে গ্যাস না পেয়েও বৈধ সংযোগের ফলে তাদের গুনতে হচ্ছে মাসিক বিল। কয়েকজন বাসিন্দারা জানান, অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকারি গ্যাসের বৈধ লাইন নিয়েও বিপাকে রয়েছেন তারা। কেউ কেউ সিলিন্ডার গ্যাস কিনে ব্যাবহার করছেন তিতাসের লাইন থাকা সত্বেও। তাই স্থানীয়রা এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।

অভিযান শেষে তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতীতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী মেজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকদের বলেন, আজ গাজীপুরের বোর্ডবাজার এলাকায় তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রায় এক-কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এতে ৮০টি বাসাবাড়ির ২শ গ্যাস বার্ণার বিচ্ছিন্ন করা হয়।

তিনি বলেন, অভিযানে দু’টি পৃথক মামলায় দু’জনকে ৪৫হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে। এতে প্রায় ১২হাজার সিএফটি গ্যাস রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানান সিনিয়র সহকারী সচিত ওৃ নির্বাহী মেজিস্ট্রেট মিল্টন রায়।

গ্যাস রাষ্ট্রিয় সম্পদ এ সম্পদ রক্ষায় সকলের সহযোগীতা কামনা করে মিল্টন রায় আরো বলেন, তিতাসের এমন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ধারাবাহিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে তিতাসের হট লাইনে স্থানীয়দের তথ্য প্রদানেরও আহ্বান জানান মিল্টন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *