ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় আম কুড়াতে গিয়ে ষষ্ঠশ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের শান্তিগঞ্জ বাজার এলাকায়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর গ্রামের ষষ্ঠশ্রেণীর শিক্ষার্থী শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম কুড়াতে যায়। এসময় প্রতিবেশি মৃত সুলতান মাহমুদ খান ( নিনু খার) ছেলে মো: রইচ উদ্দিন খান (৭০) মেয়েটিকে মুখ চেপে পাশের একটি নির্মাণাধীন বাড়ির রুমে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন । এ সময় মেয়েটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকী দিয়ে ধর্ষক চলে যায়। এ ঘটনায় মেয়েটির মামা বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, ধর্ষণের শিকার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।