রাজশাহীতে অভিনব কায়দায় প্রতারণা করছেন মো: হুমায়ুন

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন যাবত রাজশাহীতে অভিনব কায়দায় প্রতারণা করে আসছেন মোঃ হুমায়ুন (৪৫) বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতারকের নাম মোঃ হুমায়ুন (৪৫) পিতা মৃত ইউনুস আলী মাতা মোছা: রেহানা বেগম। তিনি রাজশাহী মহানগর এর রাজপাড়া থানা এলাকার নতুন বিলসিমলা মহল্লায় বসবাস করেন। তিনি বিভিন্ন এলাকার লোকের কাছ থেকে চাকরি দিব বলে মোটা টাকা নিয়ে প্রতারণা করে আসছেন দীর্ঘদিন যাবত। এদের মধ্যে ভুক্তভোগী মোঃ লুৎফর রহমান (৬০) পিতা মৃত সাইমুদ্দিন মন্ডল, গ্রাম সাহাপুর, দারুসা কর্ণহার পবা রাজশাহী আমাদের জানান – আমার ছেলেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেবে বলে ২০১৯ সালে ১১ লক্ষ টাকা গ্রহণ করে এই প্রতারক হুমায়ুন।

পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় এই হুমায়ুন টাকা ফেরত দিবে বলে আজ দিবে কাল দিবে করে দীর্ঘদিন হয়রানি করেন। অতঃপর আমি রীতিমতো হতাশ হয়ে ওই প্রতারককে টাকার জন্য চাপ দিলে আমার বড় ছেলে মো: আতিকুর রহমানের নামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মালোপাড়া রাজশাহী শাখার ১১ লক্ষ টাকার একটি ব্যাংক চেক দেন গত ২০/৫/২৫ তারিখে এই প্রতারক হুমায়ুন। ওই দিনেই আমি ও আমার বড় ছেলে মো:আতিকুর রহমান তার দেওয়া সেই ব্যাংকের চেকটি নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মালোপাড়া রাজশাহী শাখায় যায়। অতঃপর ব্যাংকের ম্যানেজার মো: ইকবাল আহমেদ আমাকে জানান এই ব্যাংক চেকটিতে অ্যাকাউন্ট নাম্বার না লিখে লিখেছেন সি সি লোন একাউন্ট নাম্বার যা এখন বাজেয়াপ্ত হয়েছে এ বিষয়ে আমার করণীয় কিছু নাই। ব্যাংক চেকে লেখা সিসি কেস নাম্বার হচ্ছে- সিসি-২৮/০৯ ১০ এবং চেক নাম্বার ৮৫১৬৮০ এই বিষয়ে আমি মহামান্য আদালতের কাছে এই প্রতারক হুমায়ুনের দৃষ্টান্তমূল শাস্তির আকুল আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *