বারহাট্টা, নেত্রকোনা প্রতিনিধি : নারীকে নারী নয় মানুষ হিসাবে মূল্যায়ন সহ নারীর শান্তি নিরাপত্তা মর্যাদা ও সম অধিকার নিশ্চিতকরণে সকল শ্রেণীর মানুষকে এক যুগে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির দশম ও সমাপনী সভাটি আজ ২১ মে ২০২৫ তারিখ বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
“গ্লোবাল নেটওয়ার্ক অফ উইেমন পিস বিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়িত “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থান স্থানীয় সরকার যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি বারহাট্টায় নারীর শান্তি ও নিরাপত্তায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
আজকের সভায় বিগত সভাসহ এ পর্যন্ত প্রকল্পের আওতাধীন কি ধরনের সিদ্ধান্ত ছিল এগুলো বাস্তবায়নের অগ্রগতি, এ পর্যন্ত কি ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, ফলাফল, নারীর প্রতি সহিংসতার মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল এবং জাতীয় কর্ম পরিকল্পনা অনুযায়ী স্থানীয়ভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাজে এই এজেন্ট কে গুরুত্বের সহিত বিবেচনায় নেওয়ার বিষয়ে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যগণ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সহ নাীর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রকল্পের কাজ না থাকলেও নিজ নিজ দপ্তত্তে বিভিন্ন সবা সেমিনার ও প্রশিক্ষণে সচেতনতামূলক আলোচনা করবেন সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে, বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্তি করনে নারীর সহায়ক পরিবেশ তৈরি, বাল্যবিবাহ বন্ধে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।
স্টিয়ারিং কমিটির সমন্বিত সদস্য নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক রুমানা জাহান এ্যানীর সভা প্রধানত্বে সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামের পরিচালনায় তাকে সহযোগিতা করেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের হিসাব রক্ষক সাজিদুর রহমান। সভায় সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা পাল, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইনার কোহিনুর আক্তার, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, নারী নেত্রী নিলুফা সুলতানা ও রুমানা জাহান রুবি আক্তার ছাড়াও স্থানীয় অ্যাডভোকেসি কৌশলের অংশ হিসেবে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্স এর মেডিকেল অফিসার তন্বী হাওলাদার উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
মেডিকেল অফিসার তন্বী হাওলাদার ধর্ষণ যৌন হয়রানি নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে উনাদের গৃহিত বিভিন্ন উদ্যোগ এবং সেখানে সকলের সহযোগিতার কথা তোলে ধরেছেন। কর্মকর্তা কামরুল হাসান, নারী ও শিশু হেল্প ইনচার্জ এস আই শিউলি আক্তার, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পাল ও উপজেলা তথ্য কর্মকর্তা কাপিয়া সুলতানা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। সেখানে সকলের সহযোগিতার কথা তুলে ধরেছেন।
উল্লেখ থাকে যে, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপিএস মুখ্য ভূমিকা পালন করছে।