ভালুকায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে একটি পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকৌঠা গ্রামের আইয়ুব আলী মাস্টারদের পারিবারিক কবরস্থান থেকে গত রাতে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।

সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে আশপাশের লোকজন এসে দেখেন পাঁচটি খবর থেকে কঙ্কাল নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ গভীর রাতে কোনো একসময় সংঘবদ্ধ চক্র কয়েকটি কবরের মাটি খোঁড়ে। সেখানে পাঁচটি কবর থেকে কঙ্কাল নিয়ে গেছে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক ( এসআই) ওয়াসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেউ অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *