টঙ্গীতে চাঞ্চল্যকর জীবন হত্যা মামলার মুল আসামী শীর্ষ সন্ত্রাসী কিলার সুজন গ্রেফতার

সাইফুল আলম: টঙ্গীতে চাঞ্চল্যকর জীবন হত্যা মামলার মুল আসামী, টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা, ছিনতাই ও ট্রেন ডাকাতি মামলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 
শুক্রবার ১৬ ই মে দুপুরে নগরীর পুবাইল থানাধীন হারবাইদ নন্দীবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলামের নির্দেশনায়, টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই এহেতেশাম, এএসআই মোঃ সরোয়ার, এএসআই বায়েজিদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন (৩২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির শহর আলী মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজনের টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার কামরুজ্জামান জীবন (২৭) নামে এক যুবককে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। বিগত ৯ এপ্রিল টঙ্গীর দত্তপাড়া এলাকায় মধ্যরাতে জীবনকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সুজন ও তার সহযোগীরা। এরপর থেকে আত্মগোপনে চলে যায় সে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ছিনতাই, হত্যা, ট্রেন ডাকাতি সহ বিভিন্ন অপরাধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় ০৭টি মামলা রয়েছে। মামলা নং ১। টঙ্গী পূর্ব থানার এফআইআর নং-৪৭/৪৭, তারিখ- ২৮ জানুয়ারি, ২০২০; ধারা-৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড, ২। টঙ্গী পূর্ব থানার এফআইআর নং-৪১, তারিখ- ১৮ অক্টোবর, ২০২২; ধারা- ৩৯৩ পেনাল কোড, ৩। টঙ্গী পূর্ব থানার এফআইআর নং-২, তারিখ-০১ আগস্ট, ২০২৪; ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড, ৪। ঢাকা রেলওয়ে থানা থানার এফআইআর নং-৫, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ৩৯৪ পেনাল কোড, ৫। টঙ্গী পূর্ব থানার এফআইআর নং-২৪, তারিখ-১২ এপ্রিল, ২০২৫; ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ৬। ঢাকা রেলওয়ে থানা থানার এফআইআর নং-১/২১, তারিখ-০৭ মার্চ, ২০২০; ধারা- ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড, ৭। টঙ্গী পূর্ব থানার এফআইআর নং-৪১, তারিখ- ১৮ অক্টোবর, ২০২২; ধারা- ৩৯৩ পেনাল কোড।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে খুন, ছিনতাই, ট্রেন ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *