জন সমুদ্রে পরিণতসাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। ইউনিয়নের কয়েক হাজার বিএনপির নেতাকর্মী মধুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়। পরে কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। উপস্থিত নেতাকর্মীরা জানান দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতনে বিএনপির কর্মীরা কোনঠাসা ছিলো। এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমান করে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য এমদাদ হোসেন, ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য ইসলাম হোসেন, জাকির হোসেন, আসাদুল মেম্বর, মোতালেব হোসেন, নিলন খা। ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শিপন বিশ্বাস। সদর থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিন্টু হোসেন, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ আশরাফুল ইসলাম শিপন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপুল হোসেন ও সদস্য কিবরিয়া হোসেন, ইব্রাহিম হোসেন, আব্দালপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মামুন অর রশিদ মামুন। সদর থানা ছাত্র দলের সদস্য সচিব মামুন। ইউনিয়ন যুবদল নেতা ছানোয়ার হোসেন, আব্দুল হাই রিপন, ১ নং ওয়ার্ড বি এন পির সভাপতি তোয়াজ উদদীন সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ২ নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক খোকন, ৪ নং ওয়ার্ড বি এন পির সভাপতি হালিম মেম্বার, সাধারণ সম্পাদক আবু তাহের খা, ৫ ওয়ার্ড বি এন পির সভাপতি কাদের, ৮ ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক আলী হোসেন, ৯ ওয়ার্ড বি এন পির সভাপতি ঝন্ট, সাধারণত সম্পাদক সাজাহান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাল্টু। এদিকে আব্দালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর আসাদুল ইসলামের সার্বিক তত্বাবধানে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের হাজারো নেতাকর্মী আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়। দেখা গিয়েছে এসব কর্মীরা আব্দালপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মামুন অর রশিদ মামুনের নেতৃত্বে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মধুপুরে অংশ নেয়। এছাড়া আব্দালপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অংগসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ এই কর্মসূচীতে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *