মীর ফাহাদ ভালুকা ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে ‘পরিছন্ন ভালুকা গড়ি’ শীর্ষক শনিবার(৩ মে) সকালে গণপরিচ্ছন্নকরন ও বৃক্ষরোপন আভিযানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ।উদ্বোধন উপলক্ষে তিনি উপজেলা পরিষদ, পৌরসভা ও পৌরসদরের বাজার এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। শুধু তাই নয়, পৌর এলাকার রাস্তার পাশে ও বাসস্ট্যান্ড এলাকায় তিনি কয়েকশত শোভাবর্ধনকারী, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এসময় ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিবু্ল হাসান রাসেল,স্বেচ্ছা সেবক দল নেতা কাইসার আহম্মেদ কাজল, পৌর স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক তিয়াস মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ইউএনও বলেন,এই ভালুকা আমাদের সবার। আমরা যদি যার যার জায়গা থেকে সচেতন হই ও দায়িত্ব নেই, তবে অচিরেই এই উপজেলা হয়ে উঠবে সবার জন্য আদর্শ এক বসবাসযোগ্য এলাকা। পরিচ্ছন্নতা শুধু কর্ম নয়, এটি একটি চেতনা—যা সবাইকে ধারণ করতে হবে।”
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, প্রশাসনের এমন সরাসরি অংশগ্রহণে সাধারণ মানুষ আরও উৎসাহিত হবে এবং ভালুকা হবে একটি আদর্শ পরিচ্ছন্ন উপজেলা।