মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী  প্রতিনিধি।  নরসিংদীর মনোহরদী উপজেলায় ৯টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ১৬টি সিলিং ফ্যান, ৩টি নলকূপ এবং পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ মানবিক কার্যক্রমের আয়োজন করে মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আর এই মহৎ কর্মকান্ড এক  আমেরিকা প্রবাসীর আর্থিক অনুদানে পরিচালিত হয়।

সংগঠনের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল বলেন, এই মহতী উদ্যোগের মাধ্যমে আমরা এলাকার অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরেছি। আল্লাহ তায়ালার দরবারে প্রবাসীর দানের কবুলিয়াত কামনা করি।

তিনি আরও বলেন, আমরা আশা করি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত  অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *