জেলা প্রতিনিধি : ফরিদপুরে জুলাই গনঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১০৩ টি চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উক্ত চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোহাম্মাদ বদরুদ্দোজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কাজি, রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফ খান, নিরব ইমতিয়াজ শান্ত,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালীন আহত মোঃ শামসুল হক, কামরুজ্জামান ঈসা,আনিসুর রহমান মিয়া, মৌসুমী আক্তার মৌ, মোঃ শোয়েব আলী, রাকিব হোসেন, মোঃ চুন্নু শেখ,শেখ বিল্লাল হোসেন সহ জুলাই গণঅভ্যুত্থানে আহত অন্যান্য শিক্ষার্থীরা।এ সময় বক্তারা গনঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা কামনা করা হয় ।
তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এসব ব্যক্তিরা স্বৈরাচার পতনে জুলাই গনঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর তাদের পাশে দাঁড়ানোর জন্য আহতদের আর্থিক অনুদান দেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা নতুন বাংলাদেশের বীর হিসেবে প্রতীয়মান হবে।
রাষ্ট্র সব সময় আপনাদের পাশে আছে ও থাকবে।আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবো।অনুষ্ঠান শেষে জুলাই গনঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের প্রত্যেককে এক লক্ষ টাকা আর্থিক অনুদানের ১০৩ টি চেক বিতরণ করা হয়।