ইউসুফ হুসাইন হুসাইন লালপুর (নাটোর) প্রতিনিধি: // দুটি সাপের যৌন মিলনই মানুষের কাছে ‘শঙ্খ লাগা’ নামে পরিচিত। এটা বেশ বিরল দৃশ্য। সাপের ভালোবাসার এ দৃশ্য সচরাচর চোখে পড়ে না। কালেভদ্রে দেখা মিললেও সে দৃশ্য দেখতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। আজ বিকেল ৪ টার দিকে গোপালপুর পৌর এলাকায় একটি বড় পুকুরে দুটি দাঁরাশ সাপের শঙ্খ লাগার দৃশ্য দেখা যায়। সেই সময় দুটি সাপ নিজেদের জড়িয়ে অনেক উঁচুতে উঠতে থাকে। সাপের শঙ্খ লাগার খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। তেমনই এক ‘বিরল’ দৃশ্যের অবতারণা হয়েছে। সাপের শঙ্খ লাগা দৃশ্য মানুষকে অবাক করে দিয়েছে। ভিডিওটি করে সোশ্যাল মিডিয়া শেয়ার করে তিনি লিখেছেন, ” অ্যানফিল্ডে লাল সমুদ্রের ঢেউয়ে লিভারপুলের শিরোপা উৎসব লালপুরে একটি পুকুরে সাপের ‘শঙ্খ লাগার’ দৃশ্য ” এ অঞ্চলে কেবল এ সাপই ‘যুদ্ধ নাচ’ দেখায়। প্রতিদ্বন্দ্বী দুটি পুরুষ সাপের মধ্যে এ লড়াইয়ে এরা পরস্পর দেহের অর্ধেক রশির মতো পেঁচিয়ে মাটির সমান্তরালে অথবা কিছুটা উপরে থাকে। গ্রামাঞ্চলের বেশির ভাগ মানুষ একে গোখরা ও দাঁড়াশের মধ্যে যৌনমিলনের দৃশ্য মনে করে। দাঁড়াশ প্রায় এক ডজন আঠালো ডিম পাড়ে এবং দুই মাসের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। স্ত্রী সাপ প্রায় দু’মাস ডিমের চারপাশে কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে।
