পূর্বধলায় শহীদুল্লাহ্ ইমরান-এর সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে এ.এস.এম শহীদুল্লাহ্ ইমরান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৩টার পূর্বধলা রেলষ্টেশন প্লাটফর্ম চত্বরে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্ব ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য এবং ১৬১ নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এস এম শহিদুল্লাহ্ ইমরান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আমির উদ্দিন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সাবেক ঘাগড়া ইউপি চেয়ারম্যান আহমদ আলী সরকার এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, মুক্তিযোদ্ধা সন্তান, কৃষিবিদ রুবায়েদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান শেখ সায়েম প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের জীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *