সাভারে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৮ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি : ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ইয়াবা, গাজা, মদ ও দুইটি সুইস গিয়ার চাকু জব্দসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাভার থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার পিচ ইয়াবা, ২ কেজি ৭০০ গ্রাম গাজা, ১ বোতল মদ ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সুইস গিয়ার চাকু জব্দসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করেছে  সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, মোঃ সুমন (২৫), ইউসুফ রহমান (২০), আনান হোসন (২১), দ্বীপক সূত্রধর (২৪), সুলতান কাজী (৫২), মনিরা খাতুন (৪১)।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, সকাল পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকার নিয়মিত চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সংকেত দিলে বাসটি থামামাত্র এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ আটক করে তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

এদিকে বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিলভার ও কালো রঙের দুইটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। সন্ধ্যা রাতে আমিনবাজার বড়দেশী এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তির অবস্থান করার সংবাদ পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে ২ কেজি ৭০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এছাড়া বিভিন্ন অপরাধে আরো দুই জনসহ গত ২৪ ঘন্টায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *