জেলা প্রতিনিধি : সাভারে জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজত জয়ন্তী)।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের ১ম পর্ব শুভ উদ্ধোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক কামরুল আহসান। এ সময় একটি আনন্দ শোভাযাত্রা সাভার প্রেসক্লাব হতে শুরু হয়ে মুক্তির মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
২য় পর্বে দুপুরে “সু সংগঠিত গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকায় একুশে টিভির পথচলা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন, সঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
সভায় বক্তারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে একুশে টিভির ভূমিকাকে প্রশংসা করে বলেন, একুশে টিভি এখন দেশ ও মানুষের কল্যাণে সত্য সংবাদ প্রকাশে আপোষহীন ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে আরও বহুদুর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তারা।
পরিশেষে কাঙ্গালিনি সুফিয়া ও স্থানীয় শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।