গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার মেধ্য দিয়ে ১৪৩২ নববর্ষ উদযাপনলালপুর উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল সহ শিক্ষা প্রতিষ্ঠানের

ইউসুফ হোসাইন লালপুর নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লালপুর উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল সহ শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা নববর্ষ – ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। লালপুর-বনপাড়া সড়কপ্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান,উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা,কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ। অন্যদিকে উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী সংগঠনের আয়োজনে বর্ষবরণ ওআনন্দ উৎসব পালন করা হয়েছে। উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয়ের মাঠেএই উৎসব পালন করা হয়। এসময় দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেকসাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। অনান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু,গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়াইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম , পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *