রঙে রঙে পহেলা বৈশাখ
–এবিএম কাইয়ুম রাজ
পহেলা বৈশাখ, ভোরের আলো,
নতুন সূর্য, নতুন ভালো,
পথের ধারে কুসুম হাসে,
শুভ নববর্ষ প্রাণে ভাসে।
আলপনার রঙে প্রাঙ্গণ ভরে,
শাড়ি-পাঞ্জাবি রোদে ঝরে,
ঢাকের তালে তালে ওঠে গান,
শুভকামনায় জাগে প্রাণ।
পান্তা-ইলিশ, কাঁচা লঙ্কা,
ঘ্রাণে মাখা ঘরের বাংলা,
মায়ের হাসি, বাবার ডাক,
নতুন দিনের মধুর ফাঁক।
পুরোনো গ্লানি ভুলে গিয়ে,
নতুন স্বপ্ন বুকের গভীরে,
চিঠি লিখি শেকড়ের টানে,
জন্মভূমির প্রেমের বানে।
তালপাখা আর মুখে হাসি,
বৈশাখ মানে বুকের বাসি,
এই একদিন বাঙালি জাগে,
ভালোবাসার রঙে রাঙে।
পহেলা বৈশাখ, তুমি যে আলো,
আনো সাথে আশা ভালো,
নতুন বছর, নতুন আশা,
বাংলা হৃদয়ে ভালোবাসা।