সোহরাব উদ্দিন ও শিহাব উদ্দিনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল 

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও তার সহোদর বিশিষ্ট ব্যবসায়ী শিহাব উদ্দিনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শনিবার কুষ্টিয়া পৌর এলাকার আলফার মোড় জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি হাবিবউল্লাহ বাশার।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও

কুমারখালী-খোকসা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মেহেদী আহাম্মদে রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পৌর বিএনপির সদস্য সচিব 

একে বিশ্বাস বাবু, কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম, কুষ্টিয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাজি মোহাম্মদ রবিউল ইসলাম, কাজল মাজমাদার প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।