জেলা প্রতিনিধি : রাজধানীর তুরাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় নির্দেশনা মোতাবেক পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় শ্রমিক দলের আয়োজনে নেতা কর্মীদের নিরলস পরিশ্রমে সুসংগঠিত, সুন্দর- সুশৃংখল, নিবিড় পরিবেশে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪শে মার্চ) তুরাগের হরিরামপুর ইউনিয়ন কামারপাড়া গোলগোলার মোড় এলাকায় পথচারী ও অসহায়দের মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়।
জাতীয় শ্রমিক দলের আয়োজনে উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির থারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ (খোকা)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তুরাগ থানা শ্রমিকদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোঃ সানজিত আহমেদ সুমন, যুগ্ন আহ্বায়ক মোঃ আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন, মোঃ রোকন, আশিকুর রহমান, মোঃ সাজু মিয়া, আব্দুল জলিল, মোঃ খোকন এবং ৫৩নং ওয়ার্ড এর বিএনপি নেতা মোঃ আব্দুল হালিম, মোঃ জসিম হাওলাদার সহ আরও অনেকে।