বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে জেলা আওয়ামী লীগ ও রুকসু ভবন ও তথাকথিত ছাত্রলীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও রুকসু ভবনের কার্যালয়ে।
আজ রোববার বেলা ১১টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হয়। হামলার মুখে ওই কার্যালয়ের সামনে অবস্থানকারী আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধরা সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের ভবন দখল করে বানানো জেলা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এরপর বিক্ষোভকারীরা ফরিদ শাহ সড়ক ধরে কোট এলাকার দিকে যেতে চাইলে রাজেন্দ্র কলেজ ও জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষোভকারীরা থানা রোডে অবস্থিত শহর পুরাতন আওয়ামী লীগে কার্যালয়ে হামলা করে।
এর আগে সকাল ১০টার দিকে অসহযোগ আন্দোলনের সমর্থনে কয়েক শত মানুষ শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে সমবেত হন। পরে তাঁরা মিছিল নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়, হাজরাতলার মোড়, আলীপুর নতুন সেতু, গোরস্থানের মোড়, আলীপুর মোড় হয়ে প্রথমে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান। বিক্ষোভকারীদের হাতে বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রডসহ ইটপাটকেল ছিল।